ঐতিহ্য বুকে আগলে মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য৷ ১৯৫৪ সালের ২রা অক্টোবর রাজ্যের বুকে আত্মপ্রকাশ ঘটে জাগরণ–এর৷ সূচনাই দৈনিক প্রকাশিত হয়৷ ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে যায় জাগরণ–এর নাম৷ সেদিনের একমাত্র দৈনিক সংবাদপত্রটি আজও সগৌরবে প্রকাশিত হচ্ছে৷ কালের বিবর্তনের সাথে জাগরণ–এরও পরিবর্তন হয়েছে৷ এনেছে আধুনিকতার ছোঁয়া৷ যুগের সাথে তাল মিলিয়ে হাত মিলিয়েছে প্রযু িক্তর সাথেও৷ এসবের মধ্যে সত্যনিষ্ট খবর পরিবেশনে আজও অবিচল৷ নানা ঘাত–প্রতিঘাত সত্বেও এগিয়ে চলেছে৷ দিনে দিনে বেড়ে চলেছে মানুষের চাহিদা, বেড়েছে গ্রহণযোগ্যতা৷ জাগরণ লক্ষ্যে অবিচল৷